Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

# শতভাগ পেনশন ইএফটির মাধ্যমে সকল বেসামরিক পেনশনারদের (প্রতিরক্ষা ও রেলওয়ে ব্যতীত) পেনশন সরাসরি ব্যাংক হিসেবে প্রদান করার প্রক্রিয়া চুড়ান্তভাবে সম্পন্ন করা হয়েছে।

# সিজিএ কার্যালয়ের আওতাধীন সকল হিসাবরক্ষণ  অফিসসমূহে গেজেটেড ও নন গেজেটেড কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতার বিলসমূহ ইএফটি এর মাধ্যমে পরিশোধ করা হচ্ছে।

# সকল গেজেটেড ও নন গেজেটেড কর্মকর্তা-কর্মচারীদের GPF এর স্থিতি approved করা হয় ফলে  GPF এর ব্যালেন্সসহ অন্যান্য আর্থিক তথ্য জানতে পারে।

# ই-চালান এর তথ্য অনলাইনে ভেরিফাই করা হয়। ফলে সরকারি আর্থিক ব্যবস্থাপনার নিরাপত্তা নিশ্চিত হয়।

# সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সেবাসমূহ যেমন:- মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, চিকিৎসা ভাতাসহ সকল ভাতার অর্থ সুবিধাভোগীর ব্যাংক/মোবাইল একাউন্টে অটোমেশন পদ্ধতিতে পরিশোধ করা হয়।

# দাতা সংস্থার চাহিদার প্রেক্ষিতে IBAS++ সফটওয়ারে BACS এর নতুন শ্রেণীবিন্যাস অনুযায়ী অর্থ পরিশোধের আর্ন্তজাতিক মানের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হচ্ছে।